জাতীয়

আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার।

আজ শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।তিনি তরুণদের স্বাবলম্বী হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন: অর্থনৈতিক দমন ব্যবস্থার কারণে দেশের মানুষ গরিব। চাকরি আর দাসত্ব একই। তাইতো চাকরির পেছনে না ছুটে স্বাধীন উদ্যোক্তা হওয়া উচিত।ড. ইউনূস বলেন, চাকরি নিজের মেধা মনন ও সৃজনকে নষ্ট করে। তরুণদের জন্য অনেক বেশি লাভজনক এবং স্বাধীনতা পূর্ণ হলো উদ্যোক্তা হয়ে কাজ শুরু করা।স্বপ্ন দেখতে পারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনও ঘটবে না।

শিক্ষার্থীদের অতীতের দিকে নজর দেওয়ার অনুরোধ করে তিনি বলেন, যা কিছু ঘটেছে, কেউ না কেউ আগে তা কল্পনা করেছিল।’প্রধান উপদেষ্টা বলেন, কল্পনা যে কোনো কিছু থেকে বেশি শক্তিশালী।তিনি শিক্ষার্থীদের সবচেয়ে অদ্ভুত এবং অকল্পনীয় বিষয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করেন, যদিও অনেক সময় এটি অসম্ভব মনে হতে পারে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন সফরে যান প্রধান উপদেষ্টা। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সফরে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। এর আগে বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মতামত দিন