ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আজ (রবিবার) স্থানীয় জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। ফ্যাসিস্টের বিদায় হয়েছে কিন্তু আমরা এখনো সংকটাপন্ন নই।
শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, শফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন বাবুল, দৈনিক দিনকাল পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি মুকুল রানা ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল সেচ্ছা সেবকদল, জিয়া পরিষদ, তারেক জিয়া প্রজন্মদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতামত দিন