জামালপুর

পাথালিয়া পশ্চিম পাড়া'র ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র নিরীহ ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত  হামলা ও বর্বরচিত  হত্যাযজ্ঞের প্রতিবাদে জামালপুর  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (মঙ্গলবার) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জামালপুরের আমাদের গ্রাম আমাদের ভাবনা পাথালিয়া পশ্চিম পাড়া'র ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ চলাকালে আমাদের গ্রাম আমাদের ভাবনা সংগঠনটির সভাপতি আরিফিন রাসেল মজনু, সাধারণ সম্পাদক ফেরদৌস আলী ও পাথালিয়া জামালুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মোহাম্মদ মেরাজুল ইসলাম জামালপুরীসহ এলাকাবাসীরা বক্তব্য রাখেন।এসময় বক্তরা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ইসরাইলী পণ্য আমদানী ও ব্যবহার বয়কট করতে সকলে প্রতি আহ্বান জানান।পরে বিশ্ব মুসলিম উম্মা'র শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাযাত করা হয়।

এর আগে পাথালিয়া পশ্চিমপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে এসে শেষ হয়। ব্যানার ফেস্টুন ফ্লেকার নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।

মতামত দিন