এআইটি নিয়োগসহ ৭ দফা দাবিতে মানববন্ধন
পূর্ব মীমাংসিত সম্মানজনক ভাতা/ দৈনিক হাজিরা, একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগসহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে শান্তিপূর্ণ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে (এআইটি) কৃত্তিম প্রজনন কেন্দ্রের টেকনিশিয়ানরা।
আজ (বুধবার) জামালপুর বিসিক শিল্প নগরী সংলগ্ন কৃত্রিম প্রজনন কেন্দ্র উপ-পরিচালকের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়।ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে এআইটি বৃহত্তর জেলার সভাপতি নবী হুসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সভাপতি জামালপুর জেলা হুরমুজ আলী, শেরপুর জেলা গোলাম মোস্তফাসহ সংগঠনটির জামালপুর ও শেরপুর জেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসময় দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুশিয়ার দেন বক্তারা।
মতামত দিন