জাতীয়

সংস্কারের উদ্দেশ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ১১টি সংস্কার কমিশনের উদ্দেশ্য হলো ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া না দেয়।আজ (২১ এপ্রিল) সোমবার সকাল দশটায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, সংস্কারের উদ্দেশ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, কাউকে গুমের শিকার যেন না হতে হয় এবং বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ব্যবস্থা করা।

আলী রিয়াজ আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে ছিল। সংস্কারের উদ্যোগগুলোতে তারা পাশে থাকবে এমন প্রত্যাশা ঐকমত্য কমিশনের।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফীর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে।ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও অন্যরা।

মতামত দিন