টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হবে
‘নগর উন্নয়নে চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ’ এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হবে।আজ (২১ এপ্রিল) সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিএপি) ৮১ তম অধিবেশনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে ভিডিও বার্তায় বক্তব্য প্রদানের সময় প্রধান উপদেষ্টা একথা বলেন।
কোন প্রেক্ষাপটে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এসেছে উল্লেখ করে দেশের বর্তমান অবস্থার বর্ণনা করে তিনি বলেন, কঠিন এক সময়ে বাংলাদেশে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। অধিক জনসংখ্যার দেশ বাংলাদেশ তাই চ্যালেঞ্জও অনেক।
ড. ইউনূস দেশের সংস্কার অভিযাত্রা ও ‘থ্রি জিরো ভিশন’— অর্থসম্পদের কেন্দ্রীকরণের অবসান, বেকারত্বের অবসান এবং নিট কার্বন নিঃসরণ শূন্যের লক্ষ্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।
অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্টের এবং ৯টি সহযোগী সদস্য দেশ অংশ নিয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সপ্তাহব্যাপী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের তাৎপর্যপূর্ণ অবদান ও মূল্যবান অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

মতামত দিন