জামালপুর

মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ দেড় যুগ পর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যলটে ৪৯৩ জন কাউন্সিলরের ভোটে কমিটির সভাপতি পদে একজন, সাধারন সম্পাদক একজনকে নির্বাচিত করা হয়েছে। এতে সভাপতি পদে বিজয়ী হয়েছে এডভোকেট মনজুরুল কবির বাবুল খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান রতন। সম্মেলন উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা উপজেলা সদরের বালিজুড়ি ফাজিল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকেন। সকাল ১২ টায় উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মনজুরুল কাদের বাবুল খানের সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ-সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন,জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। প্রমূখ

শুরুতেই ৭টি ইউনিয়নের সাংগঠনিক পতাকা উত্তেলনের মাধ্যমে প্রধান অতিথি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এরপর অতিথিদের বক্তব্যের পর গোপন ব্যলটে ভোট গ্রহণ চলতে থাকে।দীর্ঘদিন পর সম্মেলনকে ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এর আগে কয়েক দিন ধরে দলীয় পদপ্রত্যাশীরা শহর ও গ্রামে মাইকিং করে প্রচার-প্রচারণা চালান।

মতামত দিন