দ্রুততম মানবী জুলিয়েন
স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে গতির ঝড় তুললেন জুলিয়েন আলফ্রেড। সবাইকে পেছনে ফেলে জিতে নিলেন দ্রুততম মানবীর খেতাব। সেন্ট লুসিয়ার এই নারী স্প্রিন্টার নাম লেখালেন ইতিহাসের পাতায়ও।
প্যারিস অলিম্পিকসে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন জুলিয়েন। অলিম্পিকসে যে কোনো ইভেন্টে ইতিহাসে সেন্ট লুসিয়াকে প্রথম পদক এনে দেওয়া অ্যাথলেটও এখন তিনিই।
যুক্তরাষ্ট্রের রিচার্ডসন শা’ক্যারি ১০ দশমিক ৮৭ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা এবং তার স্বদেশি জেফারসন মেলিসা ১০ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।সম্ভাবনা জাগালেও জুলিয়েনে অলিম্পিকসের রেকর্ড ভাঙতে পারেননি। টোকিওর আসরে ১০ দশমিক ৬১ সেকেন্ড টাইমিং নিয়ে জ্যামাইকার এলানিনে থম্পসন-হেরাহর গড়া অলিম্পিকসের রেকর্ড অটুট থাকল।
২৩ বছর বয়সী এই অ্যাথলেট অবশ্য সেন্ট লুসিয়ার হয়ে আগেও কয়েকটি পাতায় ‘প্রথম’ হয়েছেন। ২০১৮ সালে ইয়ুথ অলিম্পিক গেমসে ১০০ মিটারে রুপা জেতেন তিনি, সেটি ছিল যুব অলিম্পিকে দেশটির প্রথম পদক পাওয়ার ঘটনা।
এ বছর ওয়ার্ল্ড ইনডোরে ৬০ মিটারে সেরা হয়েছিলেন জুলিয়েন। সেটিও ছিল বৈশ্বিক কোনো আসরে সেন্ট লুসিয়ার প্রথম পদক প্রাপ্তির গল্প।
মতামত দিন