জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থার সেমিনার
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের আকরাম খা হলে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ ড. আব্দুল মইন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। সেমিনারে বক্তারা দেশে মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্রের সংকট এবং নাগরিক অধিকার রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতামত দিন