এটিএম আজহার এর রায়ে সন্তোষ জামায়াতে ইসলামী
মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহার এর রায়ে সন্তোষ জানিয়েছে জামায়াতে ইসলামী।মঙ্গলবার (২৭ মে) জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, আমাদের নেতা কর্মীদের মুখ থেকে জোর করে স্বীকারোক্তি নেয়া হয়েছে। মানবতাবিরোধী আদলতে আন্তর্জাতিক ও দেশিয় আইন অনুসরণ করা হয় নাই।তিনি বলেন, আমরা বুকে কষ্ট চেপে নিয়েছি। আমরা প্রতিশোধ নেই নাই আমরা ন্যায় বিচার চেয়েছি। নেতৃত শূন্যের মাধ্যেমে দলকে অন্ধকারে ঠেলে দেয়া হয়েছে।
জামায়াতের আমীর বলেন, আমাদের দল বা নেতা কর্মীদের মাধ্যেমে কোনো সময় কোনো কষ্ট পেয়ে থাকলে আমাদের ক্ষমা করে দিবেন। যারা আদলতে সাক্ষী দিতে এসেছেন তাদের তুলে নিয়েছে স্বৈরাচার শেখ হাসিনার সরকারি বাহিনী।তিনি আরও বলেন, এ মামলা পরিচালনা করতে যেয়ে জাল জালিয়াতি করা হয়েছে। আমাদের ১১ জন নেতাকে মিথ্যা মামলায়, সাজানো আদলত, মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে।

মতামত দিন