জামালপুর

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী আটক

সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মব এড়াতে তাদের নিরাপত্তায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে শেরপুর ও জামালপুরে তাদের নামে কোনো মামলা নেই।মঙ্গলবার (২৭ মে) বিকেলে সাড়ে পাঁচটার শেরপুর সদর সাব রেজিস্টারের কার্যালয় থেকে তাদের আটক করে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ উপস্থিত হয়ে নিরাপত্তার জন্য তাদের হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাব রেজিস্টার কার্যালয়ে আসেন। খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে তাকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান। তবে দ্রুত পুলিশ হস্তক্ষেপ করে। জনরোষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সাবেক মন্ত্রী ও তার স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়।  

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হাশেম সিদ্দিকী বাবু বলেন, মানুষের কাছ থেকে দখল করা জমি বিক্রি করতে এলে আমরা তাকে আটক করি। পরে পুলিশের হাতে তুলে দেই।এসময় সাবেক ছাত্রদল নেতা আবুল হাসনাত ডিয়ন, শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী বয়ষ্ক এবং অসুস্থ। তার সঙ্গে থাকা স্ত্রীও অসুস্থ। শেরপুরে তারা ব্যক্তিগত কাজে এসেছিলেন। এসময় ছাত্র জনতা জমায়েত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। মব তৈরি হওয়ার শঙ্কায় তাদের থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে শেরপুরে কোনো মামলা নেই।
রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।

মতামত দিন