জামালপুর

আব্দুল আজিজের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরের পলবান্ধা ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক আব্দুল আজিজের   হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,মামলার বাদী মোঃ আজম খন্দকার,নিহত আব্দুল আজিজের মা পরিতন বেগম,মামা বাক্কার আলী সহ আরো অনেকে। এ সময় বক্তারা পলবান্ধা ইউনিয়নের চরচারিয়া গ্রামের কৃষক আব্দুল আজিজের হত্যাকারী শহিদুর রহমান,আব্দুল আলীম,ইসমাইল,হাফিজুর,আনিস,হান্নান,শাহিনুর,তহুর আলী,আব্বাস সহ ২৩ জনকে আসামী করে মামলা দায়ের করলেও এখনো কোন আসামী গ্রেফতার না হওয়ার কারনে উল্টো মামলার বাদী ও তাদের পরিবারের লোকদের প্রাণনাসের হুমকী ধামকী দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে আভিযোগ করা হয়। 

উল্লেখ যে,জামালপুরের ইসলামপুরের পলবান্ধা ইউনিয়নের চরচারিয়া মৌজায় আরওআর খতিয়ান নং ১৪১,আরওআর দাগ নংঃ ২১৬ ও ২১৭ ,বিআরএস খতিয়ান নংঃ ২৩৯,৯৬,৬৯,১৭০, বিআরএস দাগ নংঃ ৬৯৩,৬৯২,৬৯১,৬৯০ তে জমির পরিমান ৭.২৩ একর শতাংশ জমির প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে পৈতিক ভাবে ভোগদখল করে আসছে। গেল মাসের ১৯ মে সকালে মামলার আসামী শহিদুলের নেতৃত্বে আসামীরা দেশীয় অন্ত্রে সজ্জিত হয়ে জমিতে জোরকরে ধান কাটতে যায়। এতে ধান কাটায় বাধা দিলে শহিদুলের নেতৃত্বে বাকী আসামীরা কৃষক আব্দুল আজিজকে শাবল দিয়ে মাথায় গুরুতর আঘাত করে।পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে  আব্দুল আজিজ মৃত্য বরন করে । এ ব্যপারে প্রধান আসামী শহিদুল সহ ২৩ জনকে আসামী করে ইসলামপুর থানায় মামলা দায়ের করা হলেও এথনো কোন আসামী গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করা হয়।বর্তমানে মামলার বাদী সহ তার পরিবারের লোকজন  আসামীদের হুমকী ধামকীতে জীবনের ঝুঁকি নিয়ে দিনাতিপাত করেছে। তাই এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা সহ কৃষক আব্দুল আজিজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।

মতামত দিন