জাতীয়

জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গড়ে তুলতেই সংস্কার আনছে সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক বিবেচনায় করা প্রায় ২০ হাজার মামলা আগামী ৬ মাসের মধ্যে প্রত্যাহার করা হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাট্রেজিক স্টাডিজ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে তিনি এসব বলেন।তিনি আরও বলেন, ন্যায্য, জবাবদিহিমূলক ও কার্যকর বিচার ব্যবস্থা গড়ে তুলতেই সংস্কার আনছে সরকার।আইন উপদেষ্টা বলেন, যে প্রস্তাবগুলোর সঙ্গে সংবিধানের সংশ্লিষ্টতা নেই সেগুলো দ্রুতই সংস্কার হবে। বাকিগুলোর জন্য চলবে রাজনৈতিক সমঝোতার চেষ্টা।

প্রথমবারের মতো ছেলে শিশু ও কিশোরদের ওপর শারীরিক ও যৌন নির্যাতনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনে সংস্কার আনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।এছাড়াও ভুয়া মামলায় হয়রানীমূলক গ্রেপ্তার বন্ধ করার পাশাপাশি মামলা জট কমানোর উদ্যোগের কথাও জানান উপদেষ্টা।

মতামত দিন