জামালপুর

জামালপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৭ শিক্ষার্থী

জামালপুরে  প্রবেশপত্র  না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারিনি জামালপুর পৌর এলাকার দড়িপারায় প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১৭ শিক্ষার্থীরা। আজ (২৬ জুন) বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষা  শুরু হওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয়। আর কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়েছেন কর্তৃপক্ষ। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন  শিক্ষা বিভাগ। 

গতকাল বুধবার রাত ২ টা পর্যন্ত অপেক্ষা করে প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধক্ষ্যের কক্ষের হট্টগোল শুরু করে। পরিস্থিতির এক পর্যায়ে কলেজের অধ্যক্ষসহ সকলেই কলেজের সাইন বোর্ড খুলে গেইটে তালা ঝুলিয়ে পালিয়ে যান।শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছে প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ডে অর্থ নিলেও কিছুই দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। 

গতকাল রাত থেকে স্কুল এন্ড কলেজটির সাইনবোর্ড সরিয়ে নিয়ে কলেজ ভবনে তালা দিয়ে আত্মগোপনে থাকা অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেছেন, প্রমানসহ লিখিত অভিযোগ দিলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বছর জেলায় ৫২ টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছে। 

মতামত দিন