গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামালপুরে বিএনপির রক্তদান কর্মসূচি
জামালপুর প্রতিনিধি:জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ড্যাব, জামালপুরের ব্যানারে শহরের ফৌজদারি মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় রক্তদান কর্মসূচির আগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ড্যাব জামালপুর জেলা শাখার আহবায়ক ডাক্তার আহম্মদ আলী আকন্দ, জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত ইসলাম প্রমুখ।
জানা যায়, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিশজন নেতাকর্মী রক্তদান করেন এবং দুই’শ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

মতামত দিন