জামালপুর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জামালপুর প্রতিদিন: জামালপুরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে জামালপুরের শিক্ষক- শিক্ষার্থী জনতার হাতে আটক শিরোনামে যে খবর প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করেছেন হযরত শাহজামাল (র)স্কুল এন্ড কলেজের কৃষি বিভাগের শিক্ষক  মো. নুরে আলম সিদ্দিকী।

এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন , ২০০৪ সালে হয়রত শাহ জামাল র: স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক নূরে আলম সিদ্দিক @ লেবু (কৃষি)  শিক্ষক হিসেবে যোগদান করেন ।  গত ২ জুলাই বুধবার রাতে হাট চন্দ্রা এলাকায় স্থানীয়রা সহকারী শিক্ষক লেবু  ও সরকারি জাহিদা সফির মহিলা কলেজের প্রথম বর্ষের ১৭ বছর বয়সী শিক্ষার্থী তার সম্পর্কে সাবেক ছাত্রী ও শালিকা । গত বুধবার তার চাচার অসুস্থতার সংবাদ পেয়ে আজম চত্তর (বর্তমান বিজয় চত্তর) যান লেবু।  সেখানে গিয়ে মোড়ে দেখতে পান সাবেক ছাত্রী সোহাগীকে।  সোহাগীকে দেখে কিছু নেশাগ্রস্ত পোলাপান বিরক্ত করতেছে এটা বুঝে লেবু সোহাগীকে নিয়ে রিক্সায় উঠে বাড়ীর উদ্দেশ্যে আসতে থাকলে হাটচন্দ্রা এলাকায় রাত ৮ টার দিকে বখাটেরা  আটকিয়ে জোরপূর্বক ১০ হাজার টাকা চাদা দাবী করে। একজন শিক্ষক হিসাবে লেবু তার ছাত্রীর আত্মরক্ষা করে,স্থানীয় লোকজনের সহায়তায় তার সাবেক ছাত্রী সোহাগীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। এ বিষয় নিয়ে   একদল কুচক্রী মহল সংশ্লিষ্ট সংবাদ দাতা কে ভুল তথ্য প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছে। মূলত পেশাগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একদল কচক্রী মহল সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে। তাই এ সম্পর্কে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নূরে আলম সিদ্দিকী লেবু। 

মতামত দিন