জামালপুর

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের বিশাল মশাল ও বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি: ফ্যাসিস্ট স্বৈরাচারি আওয়ামিলীগের প্রধান দোসর জাতীয় পার্টির নেতা কর্তৃক বরিশালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর ও সংগ্রামী সাধারণর সম্পাদক রাশেদ খান সহ সকল নেতা কর্মীদেরর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে  জামালপুরে বিশাল মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৬ জুলাই (রবিবার) সন্ধ্যা ৭ টার সময় ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার আয়োজনে ও শহর শাখার সদস্য সচিব, রকিবুল ইসলাম রকিবের নেতৃত্বে গেইপার এলাকা থেকে একটি বিক্ষোভ মশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে দয়াময়ী চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার সদস্য সচিব, রাকিবুল ইসলাম রাকিব,  জেলা যুব অধিকার পরিষদের, যুগ্ম সাধারণ সম্পাদক নূর , সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, রাহাত,  জেলা গণ অধিকার পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক,  লালন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতামত দিন