পাথালিয়ায় হামলাকারী জাকির এর বিচারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জামালপুর পৌর শহরের ১নং ওয়ার্ড পাথালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হীরা ও আনন্দের উপর দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে হামলা চালায় জাকির হোসনসহ অন্যান্যরা। এসময় হীরা ও আনন্দ নামে দুজন গুরুত্বরভাবে আহত হয়। বুধবার সকালে পাথালিয়া বকুলতলা মোড়ে হীরার দোকানে এসে এই সন্ত্রাসী হামলা চালায় তারা। হামলার ঘটনায় গুরুত্বর আঘাত প্রাপ্ত মোঃ হীরা ও আনন্দ পাথালিয়া এলাকার আখলাক শেখ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকালে পাথালিয়া বকুলতলা মোড়ে আখলাক শেখ এর ছেলে মোঃ হীরার দোকানে এসে পাথালিয়া তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নামাবাড়ী এলাকার বাসিন্দা মৃতঃ মশর শেখের ছেলে মোঃ জাকির হোসেন, মোঃ বিপুল, মোঃ মিঠু, মোঃ সুমন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইউসুফ দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে একত্রিত হয়ে হামলা চালায়। হামলার ঘটনায় হীরা ও আনন্দ এর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর ভাবে আঘাত প্রাপ্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় উভয় পক্ষ মামলা দায়ের করে। পরে পুলিশ ময়েন উদ্দিন নামে একজনকে আটক করে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, উক্ত ঘটনায় মৃতঃ আলফাজ শেখ এর ছেলে ময়েন উদ্দিন মারপিট ফিরানোর জন্য এসে ছিলেন। অথচ পুলিশ তাকে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ময়েন উদ্দিনকে ছেড়ে দিতে গতকাল পাথালিয়া এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অংশগ্রহণকারীগণ উক্ত মারপিটের ঘটনার সাথে ময়েন উদ্দিন জড়ি নয় বলে দাবী জানান। যেহেতু ময়েন উদ্দিন উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত নয় তাই তাকে দ্রæত সময়ে ছেড়ে দেওয়ার দাবী জানান। সেই সাথে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করতে পুলিশ প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষকে তদন্তকরে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের জন্য দাবী জানান। এসময় হীরা ও আনন্দ এর উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো জাকির হোসেনসহ অন্যান্যদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণ কারীরা। মানববন্ধন শেষে ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবীতে জামালপুর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
মতামত দিন