ফেয়ার এগ্রো কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিসিপিএ’র মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি
নওগাঁর মহাদেবপুরে ফেয়ার এগ্রো কেমিক্যালস লিমিটেডের কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে জামালপুর পৌর এলাকার বেলটিয়া বাজার সংলগ্ন জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ) জামালপুর জেলা শাখা।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বিসিপিএ’র জেলা কমিটির বিভিন্ন সদস্য ও কৃষি পণ্যের প্রতিনিধিরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে অবস্থিত মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর মালিক মোঃ শাখাওয়াত হোসেন ও তার ভাই মোঃ শফিকুল ইসলাম পরিকল্পিতভাবে মোঃ হুমায়ুন কবীরের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে, তার মোটরসাইকেল ভাঙচুর করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়।
এ সময় বক্তারা প্রতিষ্ঠানটির কীটনাশক বিক্রির লাইসেন্স বাতিল এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন:
-
কৃষক বন্ধু এগ্রো লিমিটেডের এরিয়া ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম রশিদ
-
গ্লোবাল এগ্রোভেট লিমিটেডের আরএসএম মোঃ রমজান আলী
-
ইউনাইটেড ক্রপ কেয়ারের এএসএম মোঃ রফিকুল ইসলাম
-
মিমপেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেডের এসএমও মোঃ হাফিজ উদ্দিন
-
রেইনবো এর এএসএম নজরুল ইসলাম
-
গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেডের টিএসএম সৈয়দ আহসান হাবিব
এবং অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত দিন