জামালপুরে আরাফাত রহমান কোকো'র জন্মদিন পালিত
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,সাবেক রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো'র ৫৬ তম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল (মঙ্গলবার) রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জামালপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাঁচরাস্তা মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটাসহ কর্মসূচি আয়োজন করা হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এ সময় অন্যান্যের মধ্যে জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর রহমান মমিনসহ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জামালপুর জেলা শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামত দিন