জামালপুর

জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে মৎস্যজীবি দলের প্রচার মিছিল

জামালপুর প্রতিনিধি
আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে জামালপুরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে জেলা মৎস্যজীবি দল  । বৃহস্পতিবার ( ২১ আগস্ট)  দুপুরে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এখানে  সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা মৎস্যজীবি দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ জুনাইয়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে ওয়ারেছ আলী মামুন বলেন, যারা নিজেদেরকে বিএনপি দাবি করে আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন  বাতিল করার জন্য ষড়যন্ত্র করছেন তারা বিএনপি'র কেউ না। (২৩ আগষ্ট) জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সফল করতে সকলকে একত্রিত হতে হবে। জামালপুরে যারা এখন নিজেদেরকে তৃণমূল বিএনপি দাবী করেন তারা ১৬ বছর কোথায় ছিলেন। ১৬ বছর আওয়ামী লীগের কাছে নিজেদের ভোট বিক্রি করে এখন অন্য জেলা থেকে কিছু লোক ভাড়া করে এনে নিজেদের যদি তৃণমূল বিএনপির দাবী করেন তাহলে ১৬ বছর যারা আওয়ামী লীগের জেল,  জুলুম, অত্যাচারের শিকার হয়েছে তাদের অত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।

আগামী (২৩ আগস্ট ) বিপুল সংখ্যক নেতা-কর্মী  ও সাধারন মানুষের  সমাগমের মধ্যদিয়ে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের সম্মেলনকে সফল করার  আহ্বান জানান।

মতামত দিন