জামালপুর

জামালপুরে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

র‍্যালি আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুর পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আজ (সোমবার) শহরের ফৌজদারী মোড়ে জেলা বিএনপি'র উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর সভাপতিত্বে  আলোচনা সভায় জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এড. শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনসহ বিএনপি'র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। 

জামালপুরের ৭টি  উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি'র অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের  বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে র‍্যালীতে অংশ গ্রহণ করে। 

র‍্যালী শেষে দয়াময়ী মোড়ে এক সমাপনী বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, গত ২৩ আগস্ট সম্মেলনের মাধ্যমে নবগঠিত জেলা বিএনপির কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েও যারা দলের মধ্যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।তাদেরকে বিএনপি'র মূল স্রোতা ধারায় ফিরে এসে দলের বৃহত্তম স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান তিনি। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় বিএনপি'র নিকট অভিযোগ জানানো হবে।

মতামত দিন