জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেছেন, একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে বাঙালি জাতি যখন নেতৃত্বশূন্যতায় ভুগছিলো তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও নিজের জীবন বাজি রেখে মহান স্বাধীনতার ঘোষণা এবং স্বশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে বীরত্ব দেখিয়েছেন হাজারও চক্রান্ত ষড়যন্ত্র ও ইতিহাস বিকৃত করে তা বাঙালি জাতির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।তিনি (এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন) গতকাল (বৃহস্পতিবার) জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চতুর্থ বারের মতো জেলা বিএনপির'র সাধারন সম্পাদক নির্বাচিত হয় তাকে দেয়া এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিউর রহমান শফি'র সভাপতিত্বের স্থানীয় এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সদর উপজেলা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
পড়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এর আগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা নবনির্বাচিত জেলা বিএনপির নেতা-কর্মীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন।
মতামত দিন