বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় জামালপুরে মহিলা দলের দোয়া মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামণায় জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় রানী কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথি বলেন, যারা ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় তাদের অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, সদর উপজেলার বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদসহ মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছাঃ ছাইদা বেগম শ্যামা।

মতামত দিন