জামালপুরে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে জামালপুর সদর উপজেলার তিতপল্ল্যা ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল (বুধবার) দিনব্যাপী ইউনিয়নের কামাল খান হাট, পুগলই, বেপারিপাড়া, জামতলী বাজার, শিমুলতলী মোড় ও তিতপল্ল্যা বাস স্ট্যান্ড এলাকায় এই গণসংযোগ করা হয়।
গণ সংযোগে অংশ নিয়ে ভোটারদের লিফলেট বিতরণ করেন, জামালপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ (সদর) ধানের শীষ মনোনীত প্রার্থী এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এসময় সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ সফিউর রহমান শফি ইউনিয়ন বিএনপি'র সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক হযরত আলীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন