জামালপুর

জামালপুরে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন রেজিস্টার্ড ও আন-রেজিস্টার্ড শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জনমনে যে ধোঁয়াশা পরিবেশের সৃষ্টি হয়েছিলো নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে।  

জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শুভ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির সভাপতি সুজন ইসলাম শফিকুল, চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান ও জেলা ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি নেশার উদ্দিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মতামত দিন