খেলা-ধুলা

হকিতে জার্মানিকে হারিয়ে সোনা জিতেছিলে নেদারল্যান্ডস

প্যারিসের অলিম্পিকে ছেলেদের হকিতে জার্মানিকে হারিয়ে সোনা জিতেছিলে নেদারল্যান্ডস। মেয়েদের হকিতেও চ্যাম্পিয়ন হয়েছে ডাচবাহিনী। চীনকে হারিয়ে সোনা জিতেছে নেদারল্যান্ডসের মেয়েরা।
সোনার লড়াইয়ে ১-১ সমতায় শেষ হয়েছিল ম্যাচ। পরে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে সোনা জিতে নেদারল্যান্ডস। এর আগে বেলজিয়ামকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে আর্জেন্টিনা।
প্রথম কোয়ার্টারেই লিড পায় চীন। চতুর্থ কোয়ার্টার পর্যন্ত লিড ধরে রেখেছিল দলটি। ৫১ মিনিটে নেদারল্যান্ডস সমতায় ফেরে। ১-১ সমতার পর টাইব্রেকারে চীনাদের প্রতিহত করে ডাচ মেয়েরা।

মতামত দিন