বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোন 15-কে ছাপিয়ে আসছে আইফোন 16

আইফোন 15 প্রো স্মার্টফোন যখন লঞ্চ হয়, তখন তা কেনার জন্য হামলে পড়ে মানুষজন। দোকানের বাইরে লম্বা লাইন পড়ে যায় ক্রেতাদের। প্রতি বছর নানা চমক নিয়ে আসে অ্যাপল। এ বছর কোম্পানির সবথেকে বড় বাজি হতে চলেছে আইফোন 16 প্রো। অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই স্মার্টফোনে 10টি বড় পরিবর্তন দেখা যেতে পারে।

মতামত দিন