খেলা-ধুলা

ইতিহাস কায়েম করলেন কার্লোস আলকারেজ

টেনিস গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ২০২৪ উইম্বলডনের ফাইনাল ম্যাচ রবিবার (১৪ জুলাই) আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজ দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে ইতিহাস কায়েম করলেন। ফাইনাল ম্যাচে তিনি সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচকে পরাস্ত করেন। জোকোভিচ এই ম্যাচে ৬-২, ৬-২, ৭-৬ ব্যবধানে পরাস্ত হন।

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সি জোকোভিচ এই ফাইনাল ম্য়াচটা জিততে পারলে ইতিহাস কায়েম করতে পারতেন। কিন্তু, সেই সুযোগ হাতছাড়া করলেন তিনি। এই ম্যাচটা জিততে পারলে জোকোভিচের সামনে টেনিস ইতিহাসে সবথেকে বেশি গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব (মহিলা-পুরুষ) অর্জন করার সুযোগ থাকত। কিন্তু, আলকারেজ তাঁর সেই স্বপ্ন ভেঙে দেন। 

সূত্র -এইসময়

মতামত দিন