ফের বড় পর্দায় ফিরছেন প্রসেনজিত
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুম্বইয়ে কাজের খাতিরে। একাধিক হিন্দি সিরিজ়ের পর ফের তিনি হিন্দি ছবিতে। তারই আলোচনায় তিনি মায়ানগরীতে।
যশ দাশগুপ্ত, নুসরত জাহানের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অভিনেতার সমাজমাধ্যম থেকেও প্রকাশ পেয়েছে একাধিক ভিডিয়ো। যা দেখে অনুরাগীদের কৌতূহল, অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের প্রীতিভোজে কি আমন্ত্রিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? এই প্রশ্ন নিয়ে তিনি জানিয়েছেন, বিয়ের আমন্ত্রণ রক্ষার জন্য তিনি মায়ানগরীতে উড়ে যাননি। তা হলে কী কারণে তিনি সেখানে? অভিনেতার মুখে কুলুপ। তবে খবর মিলেছে, এ বার আর সিরিজ় নয়। সব ঠিক থাকলে আবারও হিন্দি ছবিতে তাঁর দেখা মিলবে। তারই আলোচনায় যোগ দিতে শনিবার রাতে টিকিট কাটেন তিনি। রবিবার সকালে মুম্বইয়ের বিমান ধরেন।
প্রসেনজিতের শেষ হিন্দি ছবি ২০১৬-র ‘ট্র্যাফিক’। মালয়ালম ছবির হিন্দি সংস্করণটির পরিচালক রাজেশ পিল্লাই। প্রসেনজিৎ ছাড়াও ছবিতে অভিনয় করেন মনোজ বাজপেয়ী, জিমি শেরগিল, দিব্যা দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির অভিনেতারা। তার পর দীর্ঘ বিরতি। ২০২৩-এ তাঁর প্রথম হিন্দি সিরিজ় ‘জুবিলি’। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় এই সিরিজ় বলিউডের জন্মবৃত্তান্ত তুলে ধরেছে। অভিনেতা এখানে ‘হিমাংশু রায়’-এর ভূমিকায়। এর পরেই তাঁকে দেখা গিয়েছে হনসল মেহতার ‘স্কুপ’ সিরিজ়ে। এখানে তিনি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। এ ছাড়াও নীরজ পাণ্ডের নতুন সিরিজ় ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এ তিনি খলনায়ক ‘বরুণ রায়’। ইতিমধ্যে শ্যামবাজার, রাইটার্স-সহ একাধিক অঞ্চলে শুটিংও সেরে ফেলেছেন।
সূত্র-আনন্দবাজার অনলাইন
মতামত দিন