অন্যান্য

চুলের সৌন্দর্য বৃদ্ধিতে ঘরোয়া তেল

 চুলের সৌন্দর্য বৃদ্ধিতে প্রাকৃতিক তেলের উপরে ভরসা রাখেন অনেকে। তাই যুগ যুগ ধরে বাঙালির ঘরোয়া রূপটানেও নারকেল তেল সহ অন্যান্য হেয়ার অয়েল ব্যবহার হয়। আপনিও নিশ্চয়ই চুল ভালো রাখতে মাঝেমধ্য়েই তেল মালিশ করেন? তাহলে আপনার জন্য রইল এক বিশেষ তেলের সন্ধান। ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই তেল স্ক্যাল্পের সুস্বাস্থ্য অটুট রাখে, সেই সঙ্গে চুলের জেল্লা বাড়াতেও সাহায্য করে।

এই প্রবন্ধে সেই ঘরোয়া তেল বানানোর পদ্ধতি নিয়ে আলোচনা করা হল। রইল ব্যবহার এবং উপকারিতাও। চুলের যত্নে ঘরোয়া তেল-
ঘরোয়া তেল বানাতে আপনার প্রয়োজন নারকেল তেল এবং রোজমেরি পাতা। কারণ এই দুই উপাদানই আপনার চুলের জন্য ভারী উপকারী। যেমন নারকেল তেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিড চুলের সুস্বাস্থ্য় রক্ষা করে। চুলের উপরে তৈরি করে একটি আর্দ্রতার স্তর।

অন্যদিকে রোজমেরির নির্যাস হেয়ার ফলিকলগুলি মজবুত করে। ফলে চুল সহজে ঝরে যায় না। এমনকী চুলের বৃদ্ধিও হয় দেখার মতো। তাই তো বিশেষজ্ঞরাও রোজমেরি ব্যবহারের পরামর্শ দেন।

উপকারিতা-
রোজমেরি চুলের জন্য ঠিক কতটা কার্যকরী, তা জানতে গবেষণা করা হয়। গবেষণাপত্রে জানানো হয়, রোজমেরি অয়েল চুল পড়া রুখে দেয়। এমনকী টাকে নতুন চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এই ভেষজ। তাই আপনি যদি নিয়মিত রোজমেরির তেল মালিশ করেন, তাহলে তো উপকার পাবেনই।

মতামত দিন