রাজনীতি

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতপাত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। দেশের সকল মানুষ মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার ভোগ করবে।’শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরায় যাওয়ার পথে যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্ট মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
 
এ পথসভায় তিনি আরো বলেন, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এদেশের জন্য যুদ্ধ করেছে। আমাদের জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। কেউ যাতে এ ঐক্য নষ্ট না করতে পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।’জামায়াতে আমির বলেন, যারা গত ১৫ বছর দেশে অন্যায় অত্যাচার লুটপাট করেছেন তাদেরকে ক্ষমা করা হবে না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে।

জামায়াত ইসলামী যশোর শাখার আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় জামায়াত ইসলামী যশোরের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। সভা শেষে জামায়াত ইসলামীর আমির সাতক্ষীরার উদ্দেশ্য যান। আগামীকাল সেখানে তিনি সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে।  

মতামত দিন