জামালপুরের কেন্দুয়ায় বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেছেন, দেশের অর্ধেক এর বেশি নারী সমাজের অংশ গ্রহণ ছাড়া আন্দোলন সংগ্রাম নির্বাচন কোন কিছুতেই বিজয়ী হওয়া সম্ভব নয়।
তিনি আজ (শনিবার) জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে স্থানীয় বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।তিনি আরও বলেন, ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে নারী সমাজকে আড়ালে রেখে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় জনগণকে সাথে নিয়ে তাদের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
জামালপুর জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলনসহ বিএনপি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন
এ সময় সমাবেশে আগত মহিলাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামত কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত দিন