খেলা-ধুলা

দলে ফিরলেন রোচ

কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন কেমার রোচ। যে কারণে খেলতে পারেননি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ফিরেছেন তিনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে সহঅধিনায়ক আলজারি জোসেফকে। এই দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডা সিলভা। ইংল্যান্ড সিরিজ মিস করা কেভিন সিনক্লেয়ার এই সিরিজের দলেও ফিরতে পারেননি। বাঁ হাতের চোট রিকভার করছেন তিনি।


দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ আন্দ্রে কোলে বলেছেন, ‘আমরা আমাদের সহঅধিনায়ক আলজারি জোসেফকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাম্প্রতিক সময়ে ওর ওয়ার্কলোড বেড়েছে। এর (বিশ্রাম) ফলে ও সেরা ছন্দে ফিরতে পারবে। কেভিন সিনক্লেয়ার ইনজুরি থেকে রিকভার করছে।’
ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রেগ ব্রাথওয়েট, জশুয়া ডা সিলভা, আলিক আথানাজ, কেসি কার্থি, ব্রায়ান চার্লজ, জাস্টিন গ্রায়েভস, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমল্যাক, শামার জোসেফ, মিকাইল লুইস, গুদাকেশ মতি, কেমার রোচ, জায়দেন সিলস ও জোমেল ওয়ারিক্যান।

মতামত দিন