জাতীয়

বাংলাদেশের জনগণকে শান্ত ও সংযমের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানিয়ে সবাইকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার (০৫ আগস্ট) তিনি এ আহ্বান জানান। খবর আনাদুলু এজেন্সি। এ ছাড়া সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতিও শোক প্রকাশ করেছেন অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর সেনাবাহিনীর প্রধান অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে যে ভাষণ দিয়েছেন তার ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে তিনি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণের ওপর তার পূর্ণ সমর্থন রয়েছে। এজন্য তিনি সবাইকে মানবাধিকারের প্রতি সম্মান জানাতে বলেছেন। 

একইসঙ্গে তিনি সব ধরনের সহিংসতাপূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

মতামত দিন