জাতীয়

এই সরকারের মেয়াদ ঠিক কতদিন হবে তা এখনো চূড়ান্ত হয়নি

নবগঠিত সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয় উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, এই সরকারের মেয়াদ ঠিক কতদিন হবে তা এখনো চূড়ান্ত হয়নি।সংবাদমাধ্যমের সাথে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের মূল কাজ গণতন্ত্র ফিরিয়ে আনা। তা বাস্তবায়ন হলেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ।অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘সব সেক্টরের রিফর্ম (সংস্কার) নিয়ে আমরা কথা বলেছি। এভাবে চলে না, চলতে পারে না, সিস্টেমটা আমাদের বদলাতে হবে। সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলার বিষয়ে তিনি বলেন, শিগগিরই উচ্চ আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

পরিবেশ অধিকারকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান নতুন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। পরিবেশবিষয়ক সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী তিনি। দেশের পরিবেশবিষয়ক নানা বিষয়ে তিনি সব সময় সক্রিয় ভূমিকা রাখেন।

মতামত দিন