জাতীয়

কূটনৈতিক ভারসাম্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন করতে হবে

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে যেমন সম্পর্ক রাখতে চাই, একইভাবে চীনের সাথেও সম্পর্ক বজায় রাখতেও আমরা আগ্রহী। এমনকী পশ্চিমাদের সাথেও একই রকম সম্পর্ক রাখতে চাইবে আমাদের দেশ।রোববার (১১ আগস্ট) এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আমাদের ভারসাম্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন করতে হবে।তিনি বলেন, আমাদের প্রাথমিক কাজ হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কিছু বিষয় সংস্কারের  মাধ্যমে নির্বাচন দেওয়া।

এ সময় তিনি বর্তমান সরকারের মেয়াদকাল নিয়ে বলেন, দেশবাসীর জন্য গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে এই সরকার সরে যাবে। তবে এখনই বলা যাচ্ছে না, ঠিক কতদিন লাগবে।ভারতের সাথে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, দুই সরকারের মধ্যে অবশ্যই ঘনিষ্ট সম্পর্ক ছিল। তবে ব্যত্যয় যেটা ছিল, সেটা হলো মানুষের মাঝে কতটা সোনালি সম্পর্ক ছিল। আমাদের মানুষ যেন ভাবে ভারত আমাদের ঘনিষ্ট বন্ধু। আমরা চাইবো, ভারত আমাদের সহযোগিতা করবে।

এই সময় তিনি আন্দোলনে নিহতদের স্মরণ করে বলেন, এত মৃত্যু যাদের কারণে ঘটেছে, অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে। সেক্ষেত্রে জাতিসংঘকে সম্পৃক্ত করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার (১২ আগস্ট) কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মতামত দিন