জাতীয়

চার পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলা একাডেমিসহ চার পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও  ভারত মিশনের প্রেস ইউংয়ের উপ-হাইকমিশন রঞ্জন সেনের (প্রথম সচিব) চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। 

মতামত দিন