চেতনার আলোকে নতুন শিক্ষা কারিকুলাম চান চরমোনাই পীর
৯২ শতাংশ মানুষের চিন্তা চেতনার আলোকে নতুন করে কারিকুলাম প্রণয়নের মাধ্যমে শিক্ষাকে রক্ষার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর)।শনিবার (১৭ আগস্ট) বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ফয়জুল করীম বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কারিকুলাম দেখলে মনে হবে না যে, এটা কোন মুসলিম দেশের কারিকুলাম। এ জন্য কারিকুলাম ২০২১ এর রূপরেখা বাতিল করে নতুন কারিকুলাম প্রণয়নের মাধ্যমে শিক্ষাকে রক্ষা করতে হবে। এ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দেশের সচেতন অভিভাবকরাও বাতিল চেয়ে আন্দোলন করে আসছেন।’তিনি আরও বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের শিক্ষায় রূপান্তর করে যুগ চাহিদার আলোকে প্রণয়ন করে যোগ্য, দক্ষ জাতি গঠন করা প্রয়োজন। নৈতিকতা বিবর্জিত শিক্ষা বাতিল করে আদর্শ নাগরিক গড়ার উপযোগী হিসেবে গঠন করতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিয়িাম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, ড. মাসুম রব্বানী, ড. মাসউদুর রহমান, আমির হোসেন, নেছারাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, মাদরাসা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. ইয়াকুব আলী, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরিফুল ইসলাম, প্রফেসর কামরুল ইসলাম, ইসলামী ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির অধ্যাপক রায়হান, ডা. মেহেদী হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ হানিফ, অধ্যাপক আরিফুল ইসলাম।
মতামত দিন