খেলা-ধুলা

ক্যারিয়ারের ইতি টানলেন ডি মারিয়া

একটি-দুটি নয়। একটানা চারটি শিরোপা জয়। আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এমন চিত্রনাট্য যে কোনো খেলোয়াড়ের জন্য পরম পাওয়ার। আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়রার জন্যও তাই। শিরোপার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকা ডি মারিয়া টানা চার ট্রফি জিতে বিদায়ের স্বপ্নই অন্তরে লালন করে আসছিলেন।
কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখেছে আর্জেন্টিনা। গত আসরে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। আজকের জয়ে কোপায় সর্বকালের সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে আর্জেন্টিনা। এটি আলবিসেলেস্তাদের ১৬তম শিরোপা। এর আগে আর্জেন্টিনার সমান ১৫টি শিরোপা জিতেছিল উরুগুয়ে।

বিদায়ী ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে কথা বলেছেন ডি মারিয়া। হয়তো কী বলবেন খু্ঁজে পাচ্ছিলেন না। তবু একটি লাইন বলেছিলেন এই তারকা।ডি মারিয়া বলেন, ‘এভাবে জাতীয় দল থেকে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিল। আর্জেন্টিনা আমার ভালোবাসা এবং আমার দেশ। ধন্যবাদ।’

গেল বছরের নভেম্বরে নিজের অবসরের পরিকল্পনা জানিয়েছিলেন ডি মারিয়া। তখন তিনি বলেছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকাতেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলবেন। সে হিসেবে আজ রোমাঞ্চকর ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৪ ম্যাচে ৩১ গোল করা ডি মারিয়া।

মতামত দিন