রাজনীতি

আরিফ খান জয় গ্রেপ্তার

ডিএমপি জানায়, আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানার দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে। ডিএমপি জানায়, আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানার দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয় ২০১৪ সালে নেত্রকোণা-২ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক পেশাদার এই ফুটবলার ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।

মতামত দিন