খেলা-ধুলা

অবসরের ঘোষণা দিলেন মুলার।

জার্মানি ইউরোর ২০২৪ সালের আসর থেকে বিদায় নেওয়ার প্রাক্কালেই ইঙ্গিতটা দিয়েছিলেন থমাস মুলার। অবশেষে পাকাপাকিভাবে ঘোষণাটাও দিয়ে দিলেন। জার্মানির জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না মুলারকে। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির সোনালী প্রজন্মের এই তারকা।

আজ সোমবার (১৫ জুলাই) ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণায় জার্মানির এই স্ট্রাইকার বলেন, ‘নিজের দেশের হয়ে খেলে আমি সব সময়ই গর্ববোধ করেছি। একসঙ্গে উদযাপন করেছি ও কেঁদেছি।’

জার্মানির জার্সিতে মুলারের পথচলা শুরু হয় ২০১০ সালে। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৩১ ম্যাচ। তাতে গোল করেছেন ৪৫টি। ৪১টি গোলে সহায়তাও করেছেন। ২০১০ বিশ্বকাপে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে জিতেছিলেন গোল্ডেন বুটের পুরস্কার। জার্মানির জার্সিতে একমাত্র শিরোপা জিতেছেন ২০১৪ বিশ্বকাপে।

মতামত দিন