জামালপুর

জামালপুরের স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে  জামালপুরে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (শুক্রবার) জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

জেলা সেচ্ছা সেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াসিন আলী,সহ-সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার,ফরহাদ উদ্দিন ফরহাদ, শফিউদ্দন সেন্টুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেচ্ছাসেবক দলের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির কার্যক্রমের খোঁজখবর নেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করতে নানা দিক নির্দেশনা প্রদান করেন।

মতামত দিন