জামালপুর

জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে অর্ধদিবস হরতাল

আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে আগামীকাল বুধবার (২০ আগস্ট) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন দলটির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলায় মশাল মিছিলের আগে হরতালের ডাক দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী। এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। আসন্ন এই সম্মেলন বাতিলের দাবি জানিয়ে কয়েকদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ বিএনপির একটি অংশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বকুল তালা থেকে একটি মশাল মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোরে গিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বেশ কয়েকটি পটকা ফোটানো হয়। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
 
মশাল মিছিলে ‘জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানবো না’, ‘জেলা বিএনপির সম্মেলন বন্ধ করো, করতে হবে’, ‘হরতাল হরতাল’, ‘গাড়ীর চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা। 

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, সম্মেলন বন্ধের দাবিতে আগামীকাল অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। আজ রাতে সম্মেলন বন্ধের জন্য নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। হরতালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, যারা হরতাল ডেকেছে তারা বিএনপির কেউ না। তারা বিএনপি থেকে বহিষ্কৃত। বিএনপির সম্মেলন নিয়মতান্ত্রিকভাবেই হচ্ছে। এসব আন্দোলন করে বিএনপির সম্মেলন বাধাগ্রস্ত করা যাবে না। তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, শুনেছি দয়াময়ী মোড়ে পটকা জাতীয় কিছু ফোটানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

মতামত দিন