জামালপুরে বেগম জিয়ার ১৮ তম কারামুক্তি দিবস পালিত
জামালপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৮ তম কারামুক্তি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) স্থানীয় শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়াম প্রাঙ্গনে জামালপুর সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, কোন অনির্বাচিত সরকারের কাছে মাথা নত না করে বারবার স্বৈরা শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করায় বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীতে পরিনত হয়েছেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ শফিউর রহমান সফিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করে বিষয়ে দোয়া মোনাজাত করা হয়।
মতামত দিন