ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশের
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীতের শিক্ষক নিয়োগের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ (সোমবার) ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার উদ্যোগে শহরের পিটিআই গেইট এর সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন, সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ, হযরত মাওলানা আলী আকবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন,দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি আকরাম হোসেন, বকশীগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রশিদ, মেলান্দহ উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, ইসলামপুর উপজেলার সহ-সভাপতি মুফতি ওমর ফারুকসহ স্থানীয় আলেম-ওলামারা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনটির নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মতামত দিন